Home / আন্তর্জাতিক / রোহিঙ্গা ভাষায় খবর ভয়েস অব আমেরিকা শুরু করলো ভয়েস অব আমেরিকা
voice-of-america-rohingya

রোহিঙ্গা ভাষায় খবর ভয়েস অব আমেরিকা শুরু করলো ভয়েস অব আমেরিকা

আর্ন্তজাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা রোহিঙ্গা ভাষায় খবর সম্প্রচার শুরু করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) থেকে রোহিঙ্গা ভাষায় খবর সম্প্রচার শুরু হয়েছে।

জানা গেছে, সপ্তাহে ৫ দিন সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায় রোহিঙ্গা ভাষায় খবর সম্প্রচার করা হবে। প্রথম দিনের খবর শুনে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবিরের রোহিঙ্গারা উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ভয়েস অব আমেরিকার কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল বেশ কয়েকজন রোহিঙ্গা শ্রোতার সঙ্গে কথা বলেছেন।

প্রসঙ্গত, ভয়স অফ অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের সরকারী আন্তর্জাতিক রেডিও এবং টেলিভিশন ব্রডকাস্টিং সার্ভিস। এই সার্ভিস পৃথিবীর অন্যান্য ব্রডকাস্টিং সার্ভিস যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, ডয়চে ভেলে, রেডিও নেদার্ল্যান্ডস, রেডিও ফ্রান্স ইন্টার্ন্যাশনাল, ভয়স অফ রাশিয়া ও রেডিও কানাডা (যা কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশনের মালিকানাধীন) ইন্টারন্যাশনালের মতই।

বার্তা কক্ষ, ৩০ জুলাই ২০১৯