ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঐতিহ্যবাহী ৭ কলেজে ২০১৯-’২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর ডাকার ৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য ইউনিটে ৫ হাজার ২১০ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২১ হাজার ৮৮৫ জন ভর্তিচ্ছু।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় এবং কলেজের সিনিয়র শিক্ষকরা।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল কেন্দ্রে সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বার্তা কক্ষ , ১৫ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur