ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর হত্যার প্রতিবাদে ফেডারেশন অফ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি বুধবার দুপুরে পালন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়েল সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,‘এ নিশংস হত্যাকান্ডের বিচারের আমরা জোড় দাবি জানাচ্ছি। প্রশাসন যেন এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান করে।
শিক্ষক সমাজসহ সকল নাগরিকের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এ ধরনের মৃত্যু আমাদের কাম্য নয়। দ্রুত ঘটনার নিরসন না হলে আমরা শিক্ষক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য সচিব পীরজাদা মাহাফুজ উল্যাহ খান,যুগ্ম-আহবায়ক গোলাম হোসেন টিটু,লিটল চাইল্ড কেয়ার
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাবিবুর রহমান খান, চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন,ওয়াইডাব্লিউ সি এ নার্সারীর অধ্যক্ষ কবিতা সাহা,কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেন্ডি,হক ইন্টান্যাশনাল স্কুল পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষসহ অসংখ্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur