Home / শীর্ষ সংবাদ / ফরিদগঞ্জে ৬৯ দিন পর ক*ব*র থেকে প্রবাসীর লা*শ উত্তোলন
Lash-uttolon

ফরিদগঞ্জে ৬৯ দিন পর ক*ব*র থেকে প্রবাসীর লা*শ উত্তোলন

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর মৃত্যু নিয়ে তোলপাড়ের সৃষ্টি হওয়ায় মায়ের অভিযোগে আদালতে নির্দেশে দাফ*নের ৬৯ দিন পর ক*ব*র থেকে সোহেল নামে ওমান প্রবাসী এক যুবকের লা*শ বুধবার (২৪ জুলাই ) সকালে উত্তোলন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের উপস্থিতিতে ফরিদগঞ্জ পৌরসভাধীন চরবসন্ত গ্রাম থেকে এ লাশ উত্তোলন করা হয়। উত্তোলনের পর ফুলপ্যান্ট পরিহিত অবস্থায় লাশটি দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ,অনেকের আপত্তি সত্ত্বেও গোসল না দিয়ে ও জানাযা না পড়িয়েই তড়িঘড়ি করে দাফন করা হয়েছিল লাশটি। পুলিশ কবর থেকে লাশটি উত্তোলনের পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।

সোহেলের স্বজনরা জানায়, ফরিদগঞ্জ পৌরসভাধীন চরবসন্ত গ্রামের মৃত আব্বাছ হাজীর ছেলে সোহেল তার চাচা মো.বাচ্চুর মাধ্যমে প্রায় দেড় বছর পুর্বে মধ্য প্রাচ্যের দেশ ওমানে যায়। সেখানে যাওয়ার পর তার চাচা ও চাচার শ্যালকসহ একত্রে একই কোম্পানীতে কাজ করার সুবাদে একই রুমে বসবাস করত। সেখানেই চাচার শ্যালক ফয়সালের সাথে সোহেলের বিরোধ সৃস্টি হয় । ঐ বিরোধের জের ধরে ৬ মে বাচ্চু ও ফয়সাল একত্রে মিলে সোহেলকে পিটিয়ে মেরে ফেলে।

তারা ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে সোহেলের মারাত্বক ব্যাধি হয়েছে বলে সোহেলের বড় চাচা শাহাজাহানকে ফোনে জানায় তারা। শুধু তাই নয় সোহেলকে ওমান থেকে বাংলাদেশে এনে চিকিৎসা করাতে হবে । তাই সোহেলের মার স্বাক্ষর একটি সাদা কাগজে দিয়ে তাদের দেয়া ই-মেইলে পাঠাতে বলে তারা। সরল বিশ্বাসে সোহেলের মা পিয়ারা বেগম ছেলেকে বাঁচাতে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে ই-মেইলে পাঠিয়ে দেন।

১১ দিন পর তথা ১৭ মে বাচ্চু সোহেলের লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। অনেকটা চতুরতার সাথে অভিযু্কত বাচ্চু তার লোকজন নিয়ে ঐ লাশের জানাযা না পড়িয়ে ও লাশ গোসল না করিয়ে তড়িঘড়ি করে দাফন করার উদ্যোগ নেয়।

এ সময় সোহেলের মা পিয়ারা বেগম,বড় চাচা শাহাজাহান,একমাত্র ভাই সোহাগসহ বাড়ির অন্যান্যরা শেষ বারের মতো সোহেলের মুখটি দেখতে চাইলে তা দেখাতেও অস্বীকৃতি জানায় বাচ্চু। শেষে চাপের মুখে পড়ে সোহেলের মৃতদেহটি দেখতে দেয়া হয়। এ সময় সোহেলের শরীরের বিভিন্ন স্থানে জমখমের চিহ্ন দেখা যায়। কিভাবে সোহেলের মৃত্যু হয়েছে জানতে চাইলে বাচ্চু বিভিন্ন জনের কাছে বিভিন্ন তথ্য জানিয়েছে। কখনো বলেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎ স্পষ্ট হয়ে, কখনো বলেছে স্ট্রোক করে মারা গেছে, কখনো বা বলেছে গাড়ি চাপা পড়ে মারা গেছে।

এদিকে স্থানীয় গণ্যমান্য লোক বিষয়টি নিয়ে শালিসী বৈঠকে বাচ্চু সোহেলের পরিবারকে ক্ষতিপুরণ হিসেবে আড়াই লাখ টাকা দিবে বলে স্বীকার করে। কিন্তু ক্ষতিপুরণের ঐ টাকা তিন মাস পরে দিবে বলে সে একটি ব্লাংক চেক ও স্বাক্ষর যুক্ত একটি রেভিনিউ স্ট্যাম্প প্রদান করে। এর কিছুদিন পর জোর পুর্বক তার কাছ থেকে ব্লাংক চেক ও স্বাক্ষর যুক্ত একটি রেভিনিউ স্ট্যাম্প নেয়া হয়েছে দাবি করে বাচ্চু তা’ উদ্ধারের জন্য চাঁদপুর আদালতে একটি মামলা করে।

অপরদিকে,সোহেলেকে পুর্ব শত্রুতার জের ধরে বাচ্চু ও তার শ্যালক ফয়সাল নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে । শুধু তাই নয়,পুরো ঘটনাটি আড়াল করার লক্ষ্যে লাশের গোসল ও জানাজা না দিয়েই তড়িঘড়ি করে লাশটি দাফন করা হয়েছে উল্লেখ করে ।

১ জুলাই চাঁদপুর আদালতে সোহেলের মা পিয়ারা বেগম সোহেলের লাশ উত্তোলন পুর্বক পোস্টমর্টেম করা ও মৃত্যুও সঠিক কারণ উদঘাটন করে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। পরে সি-আর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.হাসান জামান ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শককে বাদীনীর আবেদন এজাহার(এফআইআর) হিসেবে অর্ন্তভুক্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবিদন দায়েরের আদেশ দেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ ৩ মে এটিকে মামলা হিসেবে অর্ন্তভুক্ত করে তদন্ত শুরু করে। এরই মধ্যে পুলিশ ৫ জুলাই কবর থেকে লাশটি উত্তোলন পুর্বক পোস্ট মর্টেমের জন্য আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এরপর বুধবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের উপস্থিতিতে চরবসন্ত গ্রাম থেকে এ লাশ উত্তোলন করার পর পোস্ট মর্টেমের জন্য চাঁপুর প্রেরণ করে পুলিশ।

চরবসন্ত গ্রামের সোহেলদের প্রতিবেশি আবু তাহের (৬৫), আবুল হোসেন(৮৫) আ.মতিন (৭৫), নান্নু মিয়া (৪৬) অনেকের আপত্তি সত্তেও তার গোসল না দিয়ে ও জানাযা না পড়িয়েই তড়িঘড়ি করে দাফন করার কথা স্বীকার আরো জানান, ৬ মাস পুর্বে সোহেলের পিতা মো.আব্বাছ ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার মারা যায়। সে মৃত্যুটিও একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে।

প্রতেবদন- মনিরুজ্জামান বাবলু ও মাজহারুল ইসলাম অনিক
২৪ জুলাই ২০১৯