মতলব দক্ষিণ বাজারে চৌধুরী সুপার মার্কেটের‘কথা টেলিকম সেন্টারে’ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে চুরির ঘটনা ঘটেছে। সেন্টারের ক্যালাপসিবল গেইট ও সাটারে ঝুলানো ৮ টি তালা খুলে ভেতরে ঢুকে বিভিন্ন ব্যান্ডের প্রায় ১০ লক্ষাধিক টাকার মোবাইল সেট নিয়ে চম্পট দেয় চোরের দল।
সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো.আহ্সান হাবিব ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কথা টেলিকম সেন্টারের স্বত্তাধিকারী রঞ্জন ঘোষ জানান,অন্যান্য দিনের মতো সোমবার সকাল ৯টায় ঘোষপাড়া নিজ বাসা থেকে বেরিয়ে দোকানের নিকট এসে দেখতে পায় ক্যালাপসিবল গেইট ও সাটারে ঝুলানো ৮টি তালার একটিও নেই। ভেতরে ঢুকে দেখে শো-কেচে সাজিয়ে রাখা একটি মোবাইল ফোনও নেই। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেন।
তিনি আরো জানান, রবিবার রাত ৯ টায় ঢাকা থেকে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন নিয়ে এসে দোকানের শো-কেচে সাজিয়ে রাখা হয়। অপ্প হাওয়াই,শাওমি,লাভা,স্যাম্পনি ভির্ভোসহ বিভিন্ন ব্যান্ডের প্রায় ১০ লক্ষাধিক টাকার মোবাইল সেট ছিল এবং সবসেট চোরের দল নিয়ে যায়। দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়,সোমবার সকাল সোয়া ৬ টায় এ চুরির ঘটনাটি ঘটে। ২০-২৫ বছরের এক যুবক মুখে মুখোশ পড়ে দোকানের ভেতরে ঢুকতে দেখা যায় সিসি ক্যামেরায়।
খোঁজ নিয়ে আরো জানা যায় চৌধুরী মার্কেটের ভেতরে ৭টি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বহুতল ভবন রয়েছে। মার্কেটের প্রধান ক্যালাপসিবল গেইটও তালাদ্ধ ছিল। ওইদিন সকাল ৬ টায় ভবনের মালিক মনিরুজ্জামানের ৫ম শ্রেণিতে পড়ূয়া ছাত্র গেইটের তালা খুলে প্রাইভেট পড়তে বের হয়। স্থানীয়দের ধারণা মার্কেটের প্রধান গেইটটি সংঘবদ্ধ চক্র এ ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, চুরির বিষয়ে থানায় মামলা হয়েছে। কথা টেলিকম সেন্টারে থাকা সিসি ক্যামেরা ও আশ-পাশের প্রতিষ্ঠানের ফুটেজ দেখে ঘটনা তদন্ত করা হচ্ছে।
মাহফুজ মল্লিক , ২৩ সেপ্টেম্বর ২০১৯