Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে শারদীয় দুর্গাপূজায় উপজেলা পরিষদের প্রস্তুুতি সভা
Kamal Khan Matlab ...

মতলবে শারদীয় দুর্গাপূজায় উপজেলা পরিষদের প্রস্তুুতি সভা

চাঁদপুরের মতলব উত্তরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পালন করার লক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সোমবার (২৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত বিশ^াস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, হিন্দু,বৌদ্ধ, খিৃষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী জ্যোতিষ চন্দ্র কির্তনীয়া, ইসলামাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি অমৃত লাল নাগ, উপজেলা আ’লীগের সদস্য ও হিন্দু,বৌদ্ধ, খিৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম চন্দ্র সাহা, শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম,ওটারচর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা,আ’লীগ নেতা মাহাবুব মোল্লা ।

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কঠোর নিরাপত্তার আওতায় থাকবে পূজা মন্ডপগুলো। প্রতিটি মন্ডপে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করার অঙ্গীকার করেন।

প্রসঙ্গত, উপজেলায় এবার ২৯টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা পালন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মতলব উত্তরের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়। উপজেলার মন্ডপগুলোতে মৃৎশিল্পীরা প্রতিমা নির্মাণে যেমন ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি মন্ডপগুলোর আয়োজকরাও শুরু করেছেন মন্ডপ নির্মাণসহ নানা প্রস্তুতি।

খান মোহাম্মদ কামাল,২৩ সেপ্টেম্বর ২০১৯