চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের মোহাম্মাদীয়া হাফিজিয়া নুরানীর মাদ্রাসার নুরানী শাখার ছাত্র ইয়াছিন (৭) সড়ক দুর্ঘটনায় আহত হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরে মাদ্রাসা সংলগ্ন সিমাইল সড়কে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ওই শিক্ষার্থী মারাত্মক আহত হয়। সে সিমাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী আহছান হাবিব জানান, সিএনজি ইয়াছিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় প্রায় আটটি সেলাই দেয়া হয়।
মোহাম্মাদীয়া হাফিজিয়া নুরানীর মাদ্রাসার অধ্যক্ষ খোরশেদ আলম বলেন,‘শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সড়ক। এখানে একটি স্প্রীড বেকার দেয়া জরুরী হয়ে পড়েছে। প্রায় এখানে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।’
করেসপন্ডেন্ট, ২৫ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur