Home / সারাদেশ / ৫ বছরে প্রাইভেটকার রেজিস্ট্রেশনের তালিকা চেয়ে দুদকের চিঠি
car

৫ বছরে প্রাইভেটকার রেজিস্ট্রেশনের তালিকা চেয়ে দুদকের চিঠি

গত পাঁচ বছরে ২৫০০ বা তদুর্ধ্ব অর্শ্বশক্তি সম্পন্ন ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার বা জিপগাড়ির রেজিস্ট্রেশনের তালিকা চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিআরটিএর চেয়ারম্যানের কাছে এরই মধ্যে চিঠিটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা জানান, দুদকের চিঠিতে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল,গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে।

বার্তা কক্ষ , ২৫ সেপ্টেম্বর ২০১৯