Home / চাঁদপুর / চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি
দিবসের প্রতীকী ছবি

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি

৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস ২০১৯। এ দিন মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর হওয়ায় আমাদের দেশে এবার সরকারিভাবেই তারিখ পরিবর্তন করে ২০ জুন (বৃহস্পতিবার) করা হয়েছে।তাই চাঁদপুরে ২০ জুন বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘বায়ূ দূষণ রোধ করি ; বাসযোগ্য ভবিষ্যত গড়ি।’

বিশ্ব পরিবেশ দিবস পালনে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জুন সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হবে।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১০ টা ৩০ মি.চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নদী রক্ষা, বন্যপ্রাণি ও পরিবেশ, বায়ূ ও শব্দ দূষণ রোধে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন। ১০.৩৫ মিনিটে প্রবন্ধ উপস্থাপন ও শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।

বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাসির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপতিত্ব করবেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায় ।

প্রসঙ্গত, ৫ জুন জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এ কনফারেন্স ১৯৭২ সালের ৫ জুন নির্ধারিত হয়। কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ পরিষদ। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ সালে।

বাংলাদেশে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে ও আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়ে আসছে। প্রকৃতিগত কারণে উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।

প্রতিবেদক : আবদুল গনি
১৯ জুন ২০১৯