Home / বিশেষ সংবাদ / রিকশাচালককে মারধরকারী ওই নারীর পরিচয় মিলেছে
রিকশাচালককে মারধরকারী ওই নারীর পরিচয় মিলেছে

রিকশাচালককে মারধরকারী ওই নারীর পরিচয় মিলেছে

মঙ্গলবার সামাজিকমাধ্যম ফেসবুকে ‘সাইবার ৭১’ এর অফিসিয়াল পেজে শেয়ার হয়েছে একটি ভিডিও। যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল।

নানারকম তীর্যক ও নিন্দনীয় কমেন্টে ভরে গেছে ফেসবুক টাইমলাইন। প্রশ্ন উঠেছে কে এই নারী? কী তার পরিচয়?

ভিডিওতে দেখা গেছে, ঢাকার এক রাস্তায় দ্রুত গন্তব্যে পৌঁছুতে রিকসাওলায়াকে বারবার তাগিদ দিচ্ছেন এক নারী। রিকশাচালকের প্যাডেলের গতি পছন্দ নয় তার। তিনি ভুলেই বসেছেন যে তিনি গাড়ি নয় রিকসায় চড়েছেন।

এসময় রিকশাচালক জানান, এর চেয়ে বেশি জোরে চালাতে পারবেন না। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী চড়াও হন চালকের ওপর। শুরু করেন মারপিট। সপাটে থাপ্পড় দিতে থাকেন রিকশাচালককে। অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, পথচারীরা ওই নারীর আচরণের প্রতিবাদ করছেন। তবে কোনো প্রতিবাদেই নিজের অবস্থান থেকে সরেননি নারী। উল্টো পথচারীদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন তিনি।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায় ওই নারীর ওপর।

কে এই নারী! জানা গেছে এর উত্তর। উত্তরটি দিয়েছেন ওই নারী নিজেই। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ফেসবুকে নিজের ছবিসহ একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন – আমি সুইটি আক্তার মিনু, সাধারন সম্পাদিকা আওয়ামীলীগ ৭নং ওয়ার্ড রুপনগর ঢাকা আবাসিক এলাকা। আজকে সকালে যে ঘটনা ঘটেছে সেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তিনি অভিযোগ করেন, সকাল বেলার এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে অনেকেই তার ও তার দলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

এরপর তিনি নেটিজেনদের উদ্দেশে হুশিয়ারি দেন এই বলে, যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমি থানায় মামলা করবো।

স্ট্যাটাসটি দেয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে বসচা শুরু হয়। আসলেই তিনি আওয়ামীলীগ ৭নং ওয়ার্ড রুপনগর ঢাক আবাসিক এলাকার সাধারন সম্পাদিকা কিনা, নাকি বিষয়টি অপপ্রচার। সেই প্রশ্নের জবাবে তার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যেখানে দেখা গেছে তিনি তার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

https://www.facebook.com/Sylhetimama/videos/314914419110704/

Leave a Reply