চাঁদপুরের কচুয়ার বিতারা গ্রামে শুশুর-শ্বাশুড়ির সাথে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে অভিমান করে ঝর্ণা বেগম নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছে।
নিহতার স্বামী মো.দেলোয়ার হোসেন জানান, আমি চট্রগ্রামে থাকি। বৃহস্পতিবার বাবা-মার সাথে গাছের বাড়ির আম পাড়া নিয়ে আমার স্ত্রীর মান অভিমান হয় এক পর্যায়ে সে বিষপান করে আত্মহত্যা করে।
কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ জানান, নিহতার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েঠে। রির্পোট অনুযায়ী পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
১০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur