Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
touchstone

কচুয়ায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁদপুরের কচুয়ার বায়েক গ্রামে ৪৩ কেজি ওজনের কোটি টাকা মূল্যের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি শনিবার (২৯ জুন) সকালে উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বায়েক গ্রামের বাপ্পী মজুমদারের বাড়ির পুকুরে সরকারি রাস্তার মাটি কাটতে গিয়ে মিনু নামে এক শ্রমিক বিষ্ণু মূর্তিটি দেখতে পায়। পরে এটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা আব্দুল আলীর ছেলে সাইফুল ইসলাম তার ঘরে নিয়ে রাখে।

স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে বিকালে তা জব্দ করে সাচার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং তা কচুয়া থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা পুকুর মালিক বাপ্পী মজুমদার জানান, আমাদের গ্রামে একটি বিষ্ণু মন্দির রয়েছে। পূর্ব পুরুষ থেকে এ মন্দিরে বিষ্ণ মূর্তির মাধ্যমে পূজা করা হতো। কিন্তু প্রায় ত্রিশ বছর আগে মন্দিরে থাকা মূর্তি চুরি হয়ে যায়।

বায়েক গ্রামের অধিবাসী ইউপি সদস্য গোলাম মোস্তফা ভূঁইয়া ও উজেলা যুবলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার জানান, শনিবার সকালে মূর্তিটি দেখতে পেয়ে বিকালে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এস আই মো. মোবারক হোসেন জানান, শনিবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বায়েক গ্রামের সাইফুল ইসলামের ঘর থেকে ৪৩ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করি । যার দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি ও প্রস্থ ১৮ ইঞ্চি । আমরা তা জব্দ করি। তবে মূর্তিটি মূল্যবান কিনা এ ব্যাপারে প্রতœতত্ত্ব বিভাগকে খবর দিয়ে যাচাই-বাছাই করে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

এদিকে বায়েক গ্রাম থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে সাচার ফাঁড়িতে নিয়ে আসলে এলাকার শতশত মানুষ তা দেখতে ফাঁড়ি এলাকায় ভিড় জমায়।

প্রসঙ্গত , এর আগেও গত ২৫ মে কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের একটি পুকুর থেকে ৮২ কেজি ওজনের মূল্যবান বিষ্ণ মূতি উদ্ধার করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২৯ জুন ২০১৯