চাঁদপুরের মেঘনা নদীতে গোসল করতে নেমে বুধবার দুপুরে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রাশিদুল ইসলাম (১৮) কুমিল্লা বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা আট জন একসঙ্গে গোসল করতে নামেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, নিখোঁজ তরুণকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বাত্নক চেষ্টা চালাচ্ছে।
চাঁদপুর নৌ পুলিশের ওসি মো. আবু তাহের জানান, এখনো ওই তরুণের খোঁজ পাওয়া যায়নি। আমরা পুরো মেঘনায় খুঁজছি।
সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও বেসরকারি ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও এখনো লাশ খুঁজে পাওয়া যায় নি । উদ্ধার অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান , উপজেলা নির্বাহী অফিসার, সদর কানিজ ফাতিমা এবং সাংবাদিকবৃন্দ।
এদিকে জেলা প্রশাসন মর্মান্তিক এই দুর্ঘটনার মতো আর কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য বালুচরে চলাচলকারী সকল নৌযানে ১৫ টি করে লাইফ জ্যাকেট, ৫ টি করে বয়া রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
লাইফ জ্যাকেট বা বয়া ছাড়া পানিতে সাঁতার কাটতে না নামতে পর্যটকদের পরামর্শ প্রদান করা হয় । বিকাল ৪:৩০ মিনিটের পর আর কোন ট্রলার বালুচরের উদ্দেশ্য ছেড়ে যাবে না, বিকেল ৫:৩০ মিনিটের মধ্যে সবাই বালুচর ত্যাগ করতে হবে ।
আগামী সপ্তাহের মধ্যে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর থেকে ২০০ টি লাইফ জ্যাকেট ও ১০০টি বয়া ট্রলার ও পর্যটনের উদ্দেশ্যে বিতরণ করা হবে। তাছাড়া পর্যটকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যানার ও সাইনবোর্ড শীঘ্রই টানানো হবে বলে ঘোষণা দিয়েছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় জেলা প্রশাসক, চাঁদপুর মোঃ মাজেদুর রহমান খান গভীর শোক প্রকাশ করেছেন ।
শরীফুল ইসলাম
১২ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur