Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
mp with sudentsd

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চাঁদপুরের ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বিকালে ফরিদগঞ্জ এর আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি শুরু হয়। এত অংশ গ্রহন করে বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে প্রত্যাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা কাপে বিষুবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ১-০ গোলে কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মুহম্মদ শফিকুর রহমান এমপি ।

এসময় মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, শিশুদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা করলে মেধা ও মন ভাল থাকে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত সবসময় এই রকম খেলার আয়োজন করার। তাই তো মাননীয় প্রধান মন্ত্রী এই খেলার আয়োজন করেছেন। এসময় জয়ি ও বিজয়ি দেরকে অভিনন্দন জানান। এসময় মুহম্মদ শফিকুর রহমান এমপি ব্যক্তিগত ভাবে আর্থিক পুরস্কার প্রদান করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান, অফিসার ইনচার্জ আব্দুর রকিব। এসময় উপস্থিত ছিলেন এ আর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্যদান শিক্ষক রফিকুল আমিন কাজল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য খাজে আহামদ মজুমদার, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন প্রমুখ।

বক্তব্য শেষে মুহম্মদ শফিকুর রহমান প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।

প্রতিবেদক- শিমূর হাছান