Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪টি খেলা সম্পন্ন
চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪টি খেলা সম্পন্ন

চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪টি খেলা সম্পন্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭ বালক ও বালিকা) এর দ্বিতীয় দিনে ৪টি খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে এই খেলাগুলো সম্পন্ন হয়।

খেলা গুলোতে মতলব দক্ষিন উপজেলা বালিকা দলকে ৪-০ গোলে চাঁদপুর সদর উপজেলা বালিকা, মতলব দক্ষিন উপজেলা বালক দলকে ১-০ গোলে চাঁদপুর সদর উপজেলা বালক, শাহরাস্তি উপজেলা বালিকা দলকে ট্রাইবেকারে ২-১ কচুয়া উপজেলা বালিকা পরাজিত করে।

শাহরাস্তি উপজেলা বালক দলকে ১-০ গোলে ফরিদগঞ্জ উপজেলা বালক দল পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীন হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিন, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম,

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ফুটবল উপকমিটের সাধারণ সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নবী নোমান, ফরিদগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান মো. তছলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, চাঁদপুর সদর উপজেলা দলের কোচ সোহেল রানাসহ উভয় দলের কর্মকর্তা ও সমর্থকরা।

খেলায় ধারাবাষ্যকতায় ছিলেন শামিম হাসান ও বাঁধন শীল। রেফা‌রি মাসুদুর রহমান মাসুদ, নূরে আলম নয়ন, রানা গাজী, মাসুম বেপারী। চিকিসৎকের দায়িত্বে ছিলেন ডা. একেএম মাসুদুর রহমান।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১৮ সেপ্টেম্বর ২০১৯