রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারের তিনটি ‘স্পা সেন্টারে’ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই তিন স্পা সেন্টার থেকে ১৬ জন নারী এবং তিনজন পুরুষকে আটক করা হয়েছে।
আজ রোববার রাত ৮টা থেকে অভিযান শুরু হয়, চলে রাত ১০টা পর্যন্ত। এনটিভি অনলাইনকে বিষয়টি জানান গুলশান জোনের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।
ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা নামের তিনটি স্পা সেন্টার আছে। ওই তিনটি স্টোরেই রাত ৮টা থেকে আমরা অভিযান চালিয়েছি। ’
সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে স্পা সেন্টারের নামে এখানে অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়। সেসব অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযান চালিয়ে আমরা ১৬ জন নারী ও তিনজন পুরুষকে আটক করেছি।’
সুদীপ কুমার চক্রবর্তী আরো বলেন, ‘এদের থানায় নিয়ে যাওয়া হবে। তারপর মানব পাচার আইনে মামলা দায়ের করা হবে।’
প্রসঙ্গত, বডি স্পাতে ডিপ টিস্যু মাসাজের মাধ্যমে শরীরের ক্লান্তি দূর হয় ও রক্ত সঞ্চালন ভালো হয়। বডি স্পা সানট্যান দূর করে ত্বকের উজ্জলতা বাড়ায়। তবে স্পা পার্লারে যাওয়াটা ভীষণ ব্যয় বহুল একটি ব্যাপার। এসব স্পা সেন্টারে শরীর ম্যাসেজের আড়ালে নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বার্তা কক্ষ, ২২ সেপ্টেম্বর ২০১৯