চাঁদপুরের কচুয়ায় ইরি ধানের ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের দংশনে আবুল কাশেম (৬০) নামের কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার ধারাশাহী তুলপাই পশ্চিম বিলে তিনি জমির ফসলের ধান দেখতে গেলে বিষধর সাপে তাকে দংশন করে।
পরে অনেক চেষ্টার পরও তিনি সুস্থ না হয়ে ওইদিন বিকেলে মৃত্যুবরন করেন। আবুল কাশেম কচুয়া উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের মেকানিক পদে সদ্য অবসর গ্রহণ করেন।
বুধবার বাদ এশা জানাযা শেষে মরহুমের লাশ কচুয়া উপজেলাধীন দারাশাহি-তুলপাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১৭ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur