Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ৬ বছরের শিশু মুশফিকাহ হান্না রোজা রেখেছে
six-year-musfikah-hannah

হাজীগঞ্জে ৬ বছরের শিশু মুশফিকাহ হান্না রোজা রেখেছে

ইসলাম ধর্মে পবিত্র রমজান মাসে রোজা রাখার বিষয়ে শিশুদের বাধ্যবাধকতা নেই। ৭ বছর বয়স না হলে নেই রোজা রাখার নিয়মও। তবে চাঁদপুর জেলার হাজীগঞ্জে মাত্র ৫ বছর ১০ মাসের এক শিশু এই নিয়ম ভেঙ্গে রমজান মাসের তৃতীয় দিনই রোজা রেখেছে। মুশফিকাহ হান্না নামের ওই শিশু ইফতারের আগে কিছু খায়নি, তার উপর প্রতি ওয়াক্তে নামাজও আদায় করেছে।

হান্নার রোজা রাখার প্রেরণা অবশ্য তার দাদা মরহুম হাফেজ মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান খান-দাদী ও বাবা-মা। রমজান মাস আসার আগেই ছোট্ট এই শিশুটি ঠিক করে রোজা রাখবে। শুধু খেলার ছলে নয়, তৃতীয় দিন নিয়ম মেনে সে ঠিকই খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকে। নামাজ পড়ে, এমনকি কোরআন তেলাওয়াত পর্যন্ত করে। বিষয়টি জানাজানি হওয়ায় প্রতিবেশীদের আলোচনায় এখন শিশুটি।

মুশফিকাহ হান্না রোজা রাখার বিষয়ে তার বাবা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত জানান, ইসলাম ধর্মে ৭ বছরের নিচে কারও রোজা রাখার নিয়ম নেই। তবে আল্লাহর রহমতে হান্না ৬ বছর বয়সেই সম্পূর্ণ নিজের আগ্রহে রোজা রাখছে। শিশুটির বাবা সিফাত আরও বলেন, গ্রীষ্মের এই দীর্ঘ দিনে রোজা রাখায় কষ্ট হচ্ছে ভেবে তারা হান্নাকে নিরস্ত্র করতে চাইলেও সে তা মানে নাই। উল্টো জানিয়েছে, সে খুব ভালো বোধ করছে, কোন কষ্টই তার হচ্ছে না।

শিশু শ্রেণি পড়ুয়া হান্না এরই মধ্যে কায়েদা পড়ে শেষ করেছে। এখন সে দীর্ঘক্ষণ যেভাবে কোরান তেলাওয়াত করে তাতে অনেকেই আশ্চর্য হয়ে যান। রোজা রেখে এত দীর্ঘ সময় ধরে কোরআন পাঠের পরও ক্ষুধা-তৃষ্ণা তাকে কষ্ট দেয় না। সেহরির ১৪ ঘণ্টা পর যখন ইফতারের সময় হয়, তখন সবার সাথে সেও খেজুর ও পানি খায়।

প্রথম দিনের পর হান্নার বাবা মা ভেবেছিলেন, সে বোধহয় আর রোজা রাখবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে হান্না রমজান মাসের প্রতিটি দিনই রোজা রাখছে। মাত্র ৫ বছরের শিশুটির ইচ্ছে, পুরো রমজান মাসই সে সিয়াম সাধনা করবে।

প্রসঙ্গত, মুশফিকাহ প্রিয় চাঁদপুর সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের বড় মেয়ে।

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০১৯