Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / শোককে শক্তিতে পরিনত করে এগিয়ে যেতে হবে : এমপি শফিকুর
shafiqur rahman
সাংসদ শফিকুর রহমান (ফাইল ছবি)

শোককে শক্তিতে পরিনত করে এগিয়ে যেতে হবে : এমপি শফিকুর

চাঁদপুর-৪ আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, স্বাধীন এই বাংলাদেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু তার স্ত্রীর গহনা বিক্রি করে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য দিয়ে দিতেন। সেই মহিয়সী নারীকে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সকালে উপজেলা সদরের বাস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন।।

সাংসদ বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মধ্যে দিয়ে জাতিকে কলংকমুক্ত করেছে।। তিনি আরো বলেন, আমরা ২০২০ সালের ১৭ ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালন করবো। এর পরই জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা আওয়ামী লীগের ৫০ বছর পূর্তি উদযাপন করবো।

উপজেলা প্রকৌশলী ডঃ মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন, থানার ওসি আবদুর রকিব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদুল্লা তফাদার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাটর, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেয়র মাহফুজুল হক, আ’লীগ নেতা আমির আজম রেজা।

এর আগে প্রশাসনের আয়োজনে উপজেলা সদরে বের হওয়া শোক র‌্যালীর নের্তৃত্বে ছিলেন মুহম্মদ শফিকুর রহমান এমপি।

একই দিন পৌর আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত শোকসভা উপলক্ষে উপজেলা সদরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোতাহার হোসেন রতন। পৌর আওয়ামী লীগের শোকসভাটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেয়র মাহফুজুল হক।

শোকসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর, আ’লীগ নেতা আমির আজম রেজা, জেলা পরিষদ সদস্য রফিক আহাম্মদ তালুকদার, আ’লীগের ত্রান ও সমাজ কল্যা উপ – কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম সাউদ, দৈনিক সময়ের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ডা. আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুমন, পারভেজ আহাম্মদ, আ’লীগ নেতা মো. শরীফ খান, পৌর যুবলীগের সাবেক সভাপতি সজিব আহাম্মদ, সাধারন সম্পাদক পাবেল পাটওয়ারী প্রমুখ।

বার্তা প্রেরক, ১৫ আগস্ট ২০১৯