চাঁদপুরের মতলব দক্ষিণ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বপন কুমার আইচ গত ১৬ আগস্ট সকালে যোগদান করেছেন। এর পূর্বে তিনি খাগরাছড়ি জেলায় ডিবির ওসি হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ইউএনও অবজারভার হিসেবে ২০১০ এবং ২০১৭ সালে শান্তি মিশন পদক লাভ করেন।
তার জন্মস্থান চট্টগ্রাম জেলার জোড়াগঞ্জ উপজেলার করের হাট গ্রামে। তাঁর স্ত্রী নিজ এলাকার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি দু’টি কন্যা সন্তানের পিতা।
মতলব দক্ষিণ থানায় দায়িত্ব পালনে সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সকলব শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছেন। উ
এ থানায় আগের অফিসার ইনচার্জ একেএমএস ইকবালকে বরিশাল জেলায় বদলী করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক, ১৭ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur