চাঁদপুর শহরের পুরাণবাজার রণাগোয়াল মেঘনা নদীপাড় এলাকার জাটকা রক্ষায় অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স।
বুধবার (২০মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর মডেল থানা, পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ও জেলা মৎস্য বিভাগের ৪টি টিম এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ি এবং নদীর পাড়ের নৌকা থেকে প্রায় ৭০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি জানাান, জাটকা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আইনে বলা আছে যে অভিযানে জব্দকৃত জাল ও নৌকা পুড়িয়ে দেয়া। কিন্তু আমরা জাল জব্দ করেছি কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে নৌকাগুলো বিনষ্ট করছি না। জেলে ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা এই অভয়াশ্রম চলাকালীন সময়ে নদীতে নামবেন না।
তিনি আরও বলেন, জাটকা রক্ষার এই অভিযান জেলেদের ভালোর জন্যেই। কারণ পোনা ইলিশ বড় হলে সেগুলো জেলে ভাইরাই ধরবেন। তাই পোনা ইলিশগুলো বড় হতে দেবার জন্য তাদের সহোযোগিতা প্রয়োজন। কিন্তু এর পরেও কেউ যদি সরকারের নিষেধ অমান্য করে নদীতে নামেন তবে এ ক্ষেত্রে আমরা ছাড় দিবো না।
সদর থানা মৎস্য কর্মকতা আমিনুল ইসলাম বলেন, অভিযানে ৩৫টি জাল জব্দ করা হয়েছে। যা প্রায় ৭০হাজার মিটার। জেলা টাস্কফোর্সের এ অভিযান অভয়াশ্রম চলাকালিন অব্যাহত থাকবে।
এসময় সদর মডেল থানার ওসি (তদন্ত) হারুন আর রশীদ, হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকতা মো. মাহাবুব মোস্তফা, পুরাণবাজার ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়াসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আশিক বিন রহিম
২০ মার্চ ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur