Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর হানাচরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি

চাঁদপুর হানাচরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি

চাঁদপুর সদর উপজেলার হানাচর মডেল ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিভিন্ন কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যারা নির্দিষ্ট সময়ে বিতরণ কেন্দ্র থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে না পারবে, তারা প্রতিটি ইউনিয়নের জন্যে নির্ধারিত রিজার্ভ ডেতে সংগ্রহ করতে পারবে।

ইউনিয়নের নামঃ হানাচর মডেল
কেন্দ্র নাম: হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইন্সটিটিউশন (উচ্চ বিদ্যালয়)। ৮ এপ্রিল ২০১৯ ইং তারিখে ওয়ার্ড নং ০১ থেকে ০৪ সকল মহিলা ভোটার সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত। দুপুর ১২.০০ টা থেকে বিকাল ৫.০০ পর্যন্ত সকল পুরুষ ভোটার।

কেন্দ্র নাম: হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইন্সটিটিউশন (উচ্চ বিদ্যালয়)। ৯ এপ্রিল ২০১৯ তারিখে ওয়ার্ড নং ০৫ থেকে ০৯ সকল মহিলা ভোটার সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত। দুপুর ১২.০০ টা থেকে বিকাল ৩.০০ পর্যন্ত সকল পুরুষ ভোটার। বিকাল ৩.০০ থেকে ৫.০০ পর্যন্ত বাদ যাওয়া(১থকে ৯ নং ওয়ার্ড) সকল ভোটার স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

প্রসঙ্গত, স্মার্ট কার্ড নেয়ার সময় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিতরণকৃত প্লাস্টিক লেমিনেটিং এনআইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। ২০১২ সালের পরে যারা ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন, কিš ‘ প্লাস্টিক লেমিনেটিং এনআইডি কার্ড পাননি তাদের নিবন্ধনের মূল স্লিপ সাথে নিয়ে বিতরণ কেন্দ্রে যেতে হবে। মূল নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে উপজেলা নির্বাচন অফিস হতে জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহপূর্বক বিতরণ কেন্দ্রে আসতে হবে।

যে সকল ভোটার প্লাস্টিক লেমিনেটিং জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন, তাদেরকে জাতীয় পরিচয়পত্র নম্বর ও সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে ১-০৬০১-০০০১-১৮৪৭ কোডে ৩শ’ টাকা ও ১-১১৩৩-০০৪০-০৩১১ কোডে ৪৫ টাকা জমা দিয়ে চালানের মূল কপি সাথে নিয়ে আসতে হবে।

ভোটারগণ নিজে স্ব শরীরে উপস্থিত হয়ে ১০ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের স্ক্যান দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে। একজন ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র কোনোভাবেই অন্য কেউ গ্রহণ করতে পারবেন না

প্রতিবেদক
কে. এইচ