Home / চাঁদপুর / চাঁদপুর শহরে নিরাপদ খাদ্য আদালতের অভিযান
Jorimana
প্রতীকী ছবি

চাঁদপুর শহরে নিরাপদ খাদ্য আদালতের অভিযান

চাঁদপুর নিরাপদ খাদ্য আদালত পরিচালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে শহরের কোর্ট স্টেশন ও স্টেডিয়াম এলাকার ৩ টি দোকান পরির্দশন করেন চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আদালত।

এসময় ভূঁইয়া বিগ বাজার, ভূঁইয়া জেনারেল স্টোর ও লিটন ডিপার্টমেন্টাল স্টোর এ তিন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পরির্দশন করেন।

এসময় বিদেশী পণ্যে বিএসটিআইর অনুমোদিত আমদানি প্রতিষ্ঠানের স্টিকার না থাকা এবং মেয়াদোত্তীর্ণ বেশকিছু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
এ ব্যাপারে দোকান মালিকদের সর্তক করা হয়েছে।

বাজার পরির্দশনকালে এ সময় উপস্থিত ছিলেন,জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম,বিএসটিআই পরির্দশক মোঃ মুকুল মৃধা,বিএসটিআই’র ফিল্ড অফিসার জিশান আহমেদ তালুকদার,চাঁদপুর জেলা পুলিশের এসআই মফিজুল ইসলাম,এসআই জহির ও সঙ্গিয় পুলিশ ফোর্স।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৭ সেপ্টেম্বর ২০১৯