বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি বলেন, বাঙালী জাতির ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টি এটাতাই পূর্ণ যে রবীন্দ্রনা ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। বঙ্গবন্ধু- রবীন্দ্রনাথ ঠাকুর তারা প্রত্যেকে একএকজন আলোর দিশারী। যে আলোর দিশারী মানব জাতিকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য কাজ করেছেন। তাই রবীন্দ্র-নজরুলের চেতনায় আমরা আমাদের এই দেশটাকে আরো আলোকিত করতে চাই। লক্ষ্য একটাই সমস্ত পথ ধরে আমরা মুক্তির পথে যেতে চাই।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারি দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।
কবি লেখক ডা. পীযূষ কান্তি বড়–য়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, সাংস্কৃতিক ব্যক্তি ও ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা স্কাউট কমিশনার অজয় ভৌমিক।
প্রতিবেদক- আনোয়ারুল হক
৮ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur