চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় দুই জন আহত হয়েছেন।
২৭ অক্টোবর (রোববার) গভীর রাতে ওই ইউনিয়নের সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির শিকার সাহাপুর গ্রামের আখন্দ বাড়ির লোকজন জানায়, ওই বাড়ির ফয়েজ আহাম্মদ, মোহাম্মদ আলী ও ডাঃ ফারুকের ঘরে গভীর রাতে একদল অস্ত্রধারি ডাকাত বিল্ডিং এর তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ফয়েজ আহাম্মদের পিতা মোস্তাক আহমেদ, ডাঃ ফারুকের ঘরে তার মাকে বেঁেধ এবং পরে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি ঘরের আলমিরা থেকে নগদ ২লক্ষ টাকা , ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় বাঁধা দেয়ায় কড়ৈতলী আলিম মাদ্রাসার (প্রভাষক) আলিফ খান (৪০) কে কুপিয়ে আহত করে। এছাড়া ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাঁধা দিতে গিয়ে আব্দুর রহমান কামাল নামে আরো একজন আহত হন। আহত আলিফ খান মূমুর্ষ অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব চাঁদপুর টাইমসকে জানান, ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং সাধারন জনগন সচেতন হওয়া জরুরী, আমি আশা করি সকল শ্রেনী পেশার মানুষ সচেতন থাকলে চুরি-ছিনতাই-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৮ অক্টোবর ২০১৯