Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / কেরোয়া হোসনে আরা বেগম বালিকা উবিতে মিলাদ ও দোয়া
hosne-ara-begum-girls-high-school

কেরোয়া হোসনে আরা বেগম বালিকা উবিতে মিলাদ ও দোয়া

চাঁদপুরের ফরিদগঞ্জ কেরোয়া হোসনে আরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের জে.এস.সি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর (সোমবার) বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি জাতি উন্নতির শিখড়ে যেতে পুরুষের পাশাপাশি নারীরা সমান ভাবে এগিয়ে যেতে হবে। আমাদের মেয়েরা যদি ভূমিকা না রাখে তাহলে আমরা এগিয়ে যেতে পারব না।

তিনি আরো বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন নারীর গুনে উন্নয়ন অগ্রযাত্রা, নারীরাও যে ভূমিকা রাখতে পারে , তারা ও রাষ্ট্রকে দেওয়ার ও আছে । আজকে নারীর গুনে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সে নারীদের কে আমাদের আগে তৈরি করতে হবে । শেখ হাসিনা শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন । আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য তোফায়েল আহাম্মেদ মোর্শেদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগ নেতা মো. কামাল হোসেন মিজি, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও তরুন সমাজ সেবক আকবর হোসেন মনির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ্ জালাল।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর সভার কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, হারুন অর রশিদ, আ’লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, ইকবাল হোসেন মিঠু, ফারুক পাটওয়ারী, বুলবুল আহাম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, সমাজ সেবক নজরুল ইসলাম নজু, পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সোহেল রানা প্রমুখ।

প্রতিবেদক : শিমুল হাছান, ২৮ অক্টোবর ২০১৯