ভোট বর্জন ও অনিয়মের অভিযোগের পরও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা সহ-সভাপতি পদে (ভিপি) বিজয়ী হয়েছেন। ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী ছিলেন কোহিনুর আক্তার রাখি।
১৩টির মধ্যে দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা।
সোমবার সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দু ‘জন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম।
বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল মিলিয়ে এ নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন। সোমবার সকাল ৮টা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালটবাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
বার্তা কক্ষ
১১ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur