চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক অসহায় কৃষক হোসনেয়ারা গেমের ধান কেটে মাড়াইপূর্বক ঘরে পৌছে দিয়েছে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মতলব উত্তর উপজেলার ষাটনলের ইউনিয়নের সটাকী গ্রামের দরিদ্র কৃষক হোসনে আরা বেগমের বাড়ি। তার স্বামী মৃত ইউনুস আলী। তিনি ধান নিয়ে বিপাকে পড়েন এবং ছুটে যান বাংলাদেশ ছাত্রলীগের কাছে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানতে পারেন যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলের এক দরিদ্র কৃষক কৃষক ধান নিয়ে বিপাকে পড়েন। তখন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহী নির্দেশক্রমে
মতলব উত্তর সটাকী গ্রামের দরিদ্র কৃষক হোসেন আরার ধান কেটে ও মাড়াই করে ঘরে তোলে দেওয়ার জন্য। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির নির্দেশে সাথে সাথেই উপজেলা ছাত্রলীগ ছুটে যান হোসনে উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি এসএম সেলিম রেজার সার্বিক তত্বাবধানে ও উপজেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন সাব্বির এর ইেতৃত্বে ছাত্রলীগ ষাটনল ইউনিয়রনের কৃষক হোসনেয়ারা বেগম এর কাছে এবং ধানকেটে অহসায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহাযোগিতা করেন।
কৃষক হোসনেয়ারা মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পাশে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২৬ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur