চাঁদপুর হাজীগঞ্জে দশ টাকা ধরে ৩০ কেজি চাল বছরের প্রায় ৫ হাজার হতদরিদ্র পরিবার মাঝে বিতরণ করে আসছে সরকার। তারই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসের পর এপ্রিল মাসে ২য় ধাপে পুরো ৩০ কেজি বস্তায় চাল পাচ্ছেন হতদরিদ্র কার্ডধারীরা।
পূর্বের চাল বিতরনে নানা অভিযোগ থাকলেও নতুন ৩০ কেজি বস্তায় চাল পেয়ে হতদরিদ্ররা ভেজায় খুশি। সরকারের এ উদ্যাগকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করতে দেখা যায়।
মঙ্গলবার(৯ এপ্রিল) সকালে উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের (কোন্দ্রা) দোয়াঘন্ডায় পরিবেশক সাইফুল ইসলাম চাল বিতরন করেন।
ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের ২৯০ জন হতদরিদ্র কার্ডধারীদের মাঝে চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন, টেক অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া, ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন মজুমদার খোকনসহ নেতৃবৃন্দ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
৯ এপ্রিল,২০১৯