Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে লালকার্ড দেখালো ৪ সহস্রাধিক শিক্ষার্থী
red-card-in-matlab

মতলবে লালকার্ড দেখালো ৪ সহস্রাধিক শিক্ষার্থী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক, বাল্যবিবাহ,নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডকে লালকার্ড দেখিয়ে লালকার্ড দেখালো শিক্ষার্থীরা ।

সোমবার (২২ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ লালকার্ড দেখান।

সকাল ১০ টায় উপজেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে শিক্ষার্থীরা বর্জনের ঘোষণা দেয়।

এসব সামাজিক অপরাধে নিজেকে সম্পৃক্ত না করা এবং অন্যকে করতে না দেয়ারও শপথ করে শিক্ষার্থীরা। শপথবাক্য পাঠ করান ইউএনও মো.শাহিদুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুর রহিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.বোরহানউদ্দিন খান,মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.কবির হোসেন।

এ কর্মসূচির পর সকাল সাড়ে ১০ টায় উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে লালকার্ড দেয়া হয়। এ লালকার্ড উঁচিয়ে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতাকে বর্জনের ঘোষণা দেয়। এসব কর্মকান্ড না করার শপথও নেয় তারা।

তাদের শপথবাক্য পাঠ করান ইউএনও মো.শাহিদুল ইসলাম। বিদ্যালয়টির প্রধানশিক্ষক মো.কবির হোসেনসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণের ইউএনও মো.শাহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য গ্রহণ ও বাল্যবিবাহের ফলে অনেক কিশোর-কিশোরীর জীবন ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাদের নিয়ে বিপাকে পড়েন পিতামাতারা।নারী ও শিশুর প্রতি সহিংসতাও দিন দিন অনেক বেড়ে গেছে। এসব বন্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে।

এসব কর্মকান্ড রোধে শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগণ ও শিক্ষার্থীদের সচেতন হওয়া অত্যাবশ্যক।

প্রতিবেদক : মাহ্ফুজ মল্লিক, ২২ জুলাই ২০১৯