Home / চাঁদপুর / চাঁদপুরে স্কুল শিক্ষিকা হ*ত্যা*র প্রতিবাদে মানববন্ধন : একদিন পর স্বামীর মামলা
joyonti-murder-case

চাঁদপুরে স্কুল শিক্ষিকা হ*ত্যা*র প্রতিবাদে মানববন্ধন : একদিন পর স্বামীর মামলা

চাঁদপুর শহরের ৬৬ নং ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়ন্তী চক্রবত্তীকে নৃশৃংসভাবে হ’ত্যা’র বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা।

সোমবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে সহকর্মীর হ*ত্যা*র বিচারের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকারা মানববন্ধনে অংশ নেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহবুদ্দিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটিরউপদেষ্টা সর্দার আবুল বাশার, জেলা শাখার সভাপতি সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা, সদস্য খোদেজা বেগম লাকি, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক জাকির হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের আজকে রাস্তায় আসার কথা নয়। আমরা রাস্তায় এসেছি সহকর্মী ও শিক্ষিকার বিচার চাইতে। নিজের গৃহেও আমরা নিরাপদ না। যারা এই নিশংস হত্যাকান্ড করেছে তারা মানুষ নয় পশু। শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর। আর শিক্ষক সমাজের যদি এমন পরিনতি হয় তাহলে এই দেশে কেউ নিরাপদ নয়। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীকে চিহ্নিত করে গ্রেফতার না করা হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে কঠিন আন্দোলন ঘোষনা করা হবে।

এদিকে চাঁদপুরে স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হ*ত্যা*র ঘটনায় একদিন পর মামলা (নং-৪১) হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে তার স্বামী অলক গোস্বামী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অজ্ঞাত আসামী দেখিয়ে হত্যা মামলা দায়ের করেন।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, নিহতের স্বামী মামলা দায়েরের পর পুলিশ ওই শিক্ষিকার মরদেহ আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিক্ষিকার স্বামী মরদেহ হস্তান্তর শেষে একটি ফ্রিজার লাশবাহী গাড়ী করে চট্টগ্রামের সীতাকুন্ড নিয়ে যায়। অলক গোস্বামী সীতাকুন্ডে সম্পত্তি ক্রয় করেছেন। ওই সম্পত্তিতে তাকে দাহ শেষে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে খুন হওয়া জয়ন্তী চক্রবর্তী ময়না তদন্ত করার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক তাবেন্দা ইসলামকে প্রধান করে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসিবুল আহসান আসিব ও ডাঃ এ.এইচএম সুজাউদ্দোলা রুবেল সহ ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসিবুল আহসান আসিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদপুর টাইমসকে জানান, আমরা খুন হওয়া জয়ন্তী চক্রবর্তীর ময়না তদন্ত আমরা সম্পন্ন করেছি। জয়ন্তী চক্রবর্তীর গলা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আমরা ধারণা করছি একাধিক ব্যক্তি তাকে খুন করেছে। এছাড়া এ হত্যার পেছনে কোন অপকর্ম তার সাথে করা হয়েছে কিনা সে বিষয়ে নিহতের শরীরের রক্ত সহ কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করেছি। ২৪ ঘণ্টা অতিবাহিত না হলে এর বিষয়ে কিছু বলতে পারব না।

প্রসঙ্গত, রোববার (২১ জুলাই) ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। বিকেলে পুলিশ চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টার থেকে ওই শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পরিবারের সদস্যদের কাউকে পায়নি।

নিহত শিক্ষিকার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। স্বামীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। স্বামীর সাথে পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে বসবাস করতেন এই শিক্ষিকা। এই ঘটনায় কে বা কারা জড়িত এখনো তা সনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক ও শরীফুল ইসলাম, ২২ জুলাই ২০১৯