Home / চাঁদপুর / চাঁদপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
rashida-khanom

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রশিদা খানমের অবসরকালীন বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাটঁ-মুদ্রাক্ষরিক মো: নাছির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম , চাঁদপুর কালেক্টরেট সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. নেছার আহমেদ তপাদার , সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান অফিস সহকারী রাহে জান্নাত ,সাটিফিকেট সহকারি জোহরা আক্তার, অফিস সহকারি তাহমিনা প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কানিজ ফাতেমাসহ অন্যরা প্রশাসনিক কর্মকর্তা রশিদা খানমের অবসরকালীন বিদায় অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন ।

প্রতিবেদক- আনোয়ারুল হক, ১ আগস্ট ২০১৯