চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপসা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে চকলেট দেওয়ার নাম করে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা যায়, লক্ষীপুর রায়পুর উপজেলার চারপাতা গ্রামের মোঃ সফিকের ছেলে মো. শরিফ (২০),। বেশ কিছুদিন ধরে ওই বাড়ির শরিফের খালা মমতাজ বেগমের ঘরে বেড়াতে আসার সুযোগ শিশুটিকে নানাভাবে প্রলোভন দেয়ার চেষ্টা করতো । এ নিয়ে বহুবার শরীফুলের খালা মমতাজ বেগমের কাছে অভিযোগ করা হয়। তাতে কোনো কর্নপাত হয়নি।
অভিযোগ সূত্র জানা যায়, শিশু মেয়েটিকে জোর করে রুস্তুমপুর বাজারের পাশের বাগানে নিয়ে মোঃ শরিফ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই এলাকার মাদ্রাসার ছাত্রী সামিয়া আক্তার ও বুসরা আক্তার দৌড়ে ঘটনাস্থলে ছুটে যায়। এতে অভিযুক্ত শরীফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনা জানা জানি হলে এলাকার গন্যমান্যরা ফরিদগঞ্জ থানায় মামলার জন্য পরামর্শ দেন।
এ দিনই ফরিদগঞ্জ থানায় মেয়ের মা মোসাঃ মরিয়ম বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ১৮ জনু ২০১৯ বুধবার মামলা করে। পরে পুলিশ ধর্ষক শরিফকে আটক করে। বুধবার সকালে শরিফকে কোর্টে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বার্তা প্রেরক
২০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur