Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ২৬টি ব্রীজ কালভার্ট নির্মাণে টেন্ডার শুরু
Gollak Bridge
ফরিদগঞ্জে গল্লাক বাজার সেতু (ফাইল ছবি)

ফরিদগঞ্জে ২৬টি ব্রীজ কালভার্ট নির্মাণে টেন্ডার শুরু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প অফিসের ২৬টি ব্রীজ ও কালভাটের জন্য আহবান করা টেন্ডার বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সিডিউল বিক্রির শেষ তারিখ হলেও বুধবার পর্যন্ত ৮শত ৪০টি সিডিউল বিক্রি হয়েছে।

প্রকল্প কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব চাঁদপুর টাইমসকে জানান, প্রতিটি সিডিউলের মূল্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা। সে হারে বুধবার পর্যন্ত ৯ লাখ টাকার সিডিউল বিক্রি হয়েছে। আমি আশা করছি আজ বৃহস্পতিবার (২০ জুন) সিডিউল বিক্রির শেষ দিনে সবমিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মতো সিডিউল বিক্রি হবে। এতে সরকার বড় অংকের রাজস্ব পাওয়ার পাশাপাশি আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে সর্বদলীয় ঠিকাদাররা বাধা বিপত্তিহীনভাবে সিডিউল ক্রয় করতে সক্ষম হয়েছে।

তথ্য সূত্র থেকে জানাযায়, জেলার একমাত্র ফরিদগঞ্জ উপজেলায় সর্বদলীয় ঠিকাদাররা সিডিউল কিনতে পেয়ে আনন্দিত। অর্থাৎ এখানে রাজনৈতিক কর্তা ব্যক্তির বিষেশ চাপ ও আবদার আপত্তি না থাকায় এ ধরণের পরিবেশ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে জেলার অন্যান্য উপজেলাগুলোতে সিডিউল বিক্রি নগন্য এবং প্রয়োজন সংখ্যক সীমার মধ্যে নির্দিষ্ট ছিল।

প্রতিবেদক- শিমূল হাছান
২০ জুন ২০১৯