Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সেই ধর্ষকের বিয়ে না হয়ে ঠাঁই হলো কারাগারে
চাঁদপুর জেলা কারাগার
জেলা কারাগার ফাইল ছবি

হাজীগঞ্জে সেই ধর্ষকের বিয়ে না হয়ে ঠাঁই হলো কারাগারে

চাঁদপুরের সমালোচিত চার ধর্ষকের পছন্দের ধর্ষকের সাথে বিয়ের পাত্র রাব্বিকে আদালত জামিন মঞ্জুর না করে জেলহাজতে পাঠিয়েছে। চাঁদপুরের বিজ্ঞ আদালত তার বয়স ১৭ হওয়ায় গাজীপুর কারাগারে প্রেরণ নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন রনি।

তিনি চাঁদপুর টাইমসকে বলেন, চার ধর্ষকের দুজনকে পূর্বে কারাগারে পাঠানো হয়েছে। রাব্বিকে বিভিন্ন জায়গায় ধরার জন্য মহড়া দিলেও অবশেষে সে নিজেই চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেছে। আদালতকে তাকে গাজীপুর কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার রাব্বিকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে তিনি আরো বলেন, কিশোরীকে ধর্ষণের দায়ে চার ধর্ষকের আদায়কৃত ৫ লাখ ২০ হাজার টাকা ব্যাংকে জব্দ রাখার ব্যবস্থা করা হচ্ছে।

ধর্ষক রাব্বি হাজিগঞ্জ উপজেলার ডাটরা শিবপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

এই ঘটনায় কিশোরী ছয় জনকে আসামি করে শুক্রবার (১০ মে) রাতে মামলা দায়ের করেন। এই মামলার বাকি আসামিরা হলো- ওই বাড়ির বিল্লাল হোসেনের ছেলে মেরাজ (২০) ও মাতাব্বর মোস্তফা কামাল (৬৫)। তারা পলাতক রয়েছে।

শনিবার (১১ মে) গাজী বাড়ীর রফিকুল ইসলামের ছেলে এমরান হোসেন (১৯) ও সিরাজুল ইসলামের ছেলে আরেফিন ওরফে আমিনুলকে (২০) গ্রেফতার করা হয়েছে। ওই সময় ইউপি মেম্বার অহিদুর রহমানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, প্রতিবেশী চার যুবকের ধর্ষণের ফলে ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা। গ্রামবাসী গ্রেফতার হওয়া ইউপি সদস্যের মাধ্যমে সালিশ করে চার যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জামা রাখে।

সেই টাকা দিয়ে ধর্ষকদের মধ্যে ওই কিশোরীর পছন্দমতো পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তা পণ্ড করে রাতে বিষয়টির দায়িত্ব নেয় পুলিশ।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন দেখুন- হাজীগঞ্জে ধর্ষিতার বিয়ে পণ্ড : চার যুবকের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্টেন্ট
২১ মে ২০১৯