Home / শিক্ষাঙ্গন / অবসরের এক মাসের মধ্যে এমপিওশীট থেকে নাম কাটার নির্দেশ
কার্যক্রম শুরু
প্রতীকী ছবি

অবসরের এক মাসের মধ্যে এমপিওশীট থেকে নাম কাটার নির্দেশ

বেসরকারি স্কুল ,কলেজ, মাদ্রাসা ও কারিগরির অবসর বা পদত্যাগের পরও এমপিওশীট থেকে নাম কাটা হয় না। ফলে অবসরে যাওয়া শিক্ষকদের নামে টাকা পাঠানো হয়।এমনটা চলে আসছে বহু বছর ধরে। তবে,আর এ সুযোগ দেবে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষক পদশূন্য হবার একমাসের মধ্যে তাঁর এমপিও কর্তনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষকের পদত্যাগ,মৃত্যুবরণ বা অবসর গ্রহণের এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার এমপিও কর্তনের উদ্যোগ না নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। সোমবার (২০ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোনো শিক্ষক অবসরগ্রহণ, মৃত্যুবরণ বা পদত্যাগ করলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিও কর্তনের উদ্যোগ না নেয়ায় বছরের পর বছর তার বেতন ভাতা পাঠোনো হয়। এছাড়া এমপিওতে জন্ম তারিখ ভুল থাকায় অনেক শিক্ষক অবসরগ্রহণ করলেও বেশ কিছুদিন তার এমপিও পাঠানো হয়।

পদ শূন্য হবার পর নাম কর্তনের উদ্যোগ প্রতিষ্ঠান থেকে না নেয়ায় এ জটিলতার সৃষ্টি হয়। এসব কারণে এমপিওখাতে অব্যয়িত বিপুল পরিমান অর্থ ব্যাংকে পরে থাকে। জাল-জালিয়াতি সুযোগ সৃষ্টি হয়।

এ প্রেক্ষিতে শিক্ষকের পদত্যাগ,মৃত্যুবরণ বা অবসর গ্রহণের এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার এমপিও কর্তনের উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে এমপিও নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে চিঠি এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে।

বার্তা কক্ষ
২১ মে ২০১৯