Home / জাতীয় / গ্যাস্টিকের ওষুধ রেনিটিডিনে ক্যান্সারের জীবানু : নিষিদ্ধ ঘোষণা
ranitidine-banned

গ্যাস্টিকের ওষুধ রেনিটিডিনে ক্যান্সারের জীবানু : নিষিদ্ধ ঘোষণা

গ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ট্যাবলেটে ক্যানসারের উপাদান থাকায় এর কাঁচামাল আমদানি, ওষুধ বাজারজাতকরণ এবং বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এ ছাড়া বাজারে থাকা রেনিটিডিনও উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তরটি। আজ রোববার ২৯ সেপ্টেম্বর ঔষধ শিল্প সমিতির সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সভাকক্ষে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেনিটিডিনের ক্ষতিকর দিক নিয়ে কথা হয়। পরে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বাজারে থাকা সব রেনিটিডিন ওষুধ কোম্পানিগুলো নিজ উদ্যোগে উঠিয়ে নেবে বলেও সিদ্ধান্ত হয়েছে।’

রুহুল আমিন আরো বলেন, ‘বাংলাদেশের অনেক ওষুধ কোম্পানি ভারত থেকে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি করে। এসব কাঁচামালে ক্যানসারের উপাদান থাকায় জনস্বার্থের কথা বিবেচনা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ঔষধ প্রশাসন অনুমতি না দেওয়া পর্যন্ত আর কোনো রেনিটিডিন ওষুধ তৈরি করতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।’

ওষুধ প্রশাসনের পরিচালক বলেন, ‘বাংলাদেশের বাজারে থাকা রেনিটিডিন ওষুধ উঠিয়ে নেবে কোম্পানিগুলো। তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। উঠিয়ে নিয়েই কাজ শেষ হচ্ছে না কোম্পানিগুলোর। কোম্পানিগুলো তাদের নিজস্ব পরীক্ষাগারে রেনিটিডিন পরীক্ষা করবে। সেই পরীক্ষায় কোনো ক্ষতিকর দিক ধরা পড়ে কি না, তা ঔষধ প্রশাসনকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা আমাদের নিজস্ব পরীক্ষাগারেও পরীক্ষা করব। রেনিটিডিন নিয়ে আগামীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’