Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ রামপুর বাজারে দোকানে ক্যাশ ভেঙ্গে টাকা চুরি
হাজীগঞ্জ রামপুর বাজারে দোকানে ক্যাশ ভেঙ্গে টাকা চুরি
প্রতীকী ছবি

হাজীগঞ্জ রামপুর বাজারে দোকানে ক্যাশ ভেঙ্গে টাকা চুরি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর মধ্যবাজারে দিনে দুপুরে তানহা ক্রোকারিজের দোকানে ক্যাশ ভেঙ্গে নগদ সাড়ে চার লাখ টাকা ও ২ লাখ ২০ হাজার টাকা মোবাইল রিচার্জ কার্ড চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার জুমাতুল বিদার নামাজ পড়তে গিয়ে তানহা ক্রোকারিজ এর স্বত্বাধিকারী আব্দুল বারেক দোকানের ক্যাশে তালা দিয়ে সাঁটার নামিয়ে পাশের মসজিদে নামাজ আদায় করতে যায়।

এসময় চোরের দল ১০ মিনিটে দোকানে ঢুকে তালা ভেঙ্গে নগদ টাকা ও মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায়।

দোকানদার আব্দুল বারেক নামাজ পড়ে দোকানের সামনে এসে দেখে সাঁটার উপরের দিকে তখন তার মনে খটকা লাগলে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসএম মানিক, স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানে ঢুকে দেখে ক্যাশ ভাঙ্গা।

তার ক্যাশের ভিতরে লোনের ৪ লক্ষ টাকা এবং বিক্রয়ের প্রায় ৫০ হাজার টাকা সহ ২ লাখ ২০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড চুরি হয়েছে বলে দাবি করেন আবদুল বারেক।

এ ঘটনায় চুরির ঘটনার বর্ণনা দিয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
২ জুন ২০১৯