পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান। ৯মে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার ও পালবাজারে দ্রব্যমূল্যসহ মাছ বাজার ও কাঁচা বাজার মনিটরিং করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাগণ।
এ সময় চাঁদপুর পালবাজারে ২০ কেজি পঁচা খেজুর জব্দ করা হয় ও খেজুর বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই সাথে দুটি বাজারের ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করেন জেলা প্রশাসক।
এসময় অভিযানের খবর টের পেয়ে কিছু ব্যবসায়ী দোকান খালি রেখে সটকে পড়ে। খেজুর বিক্রেতা স্বপনের খেজুর মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিপনীবাগ বাজারে ৬০ টাকার কাচা মরিচ ৮০ টাকা বলায় সবজি বিক্রেতা ইসমাইলকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
জেলা প্রশাসনের এ ঝটিকা অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম এবং পুলিশের ফোর্স।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur