Home / চাঁদপুর / চাঁদপুর রাজরাজেশ্বরে গৃহবধূ জাবেদা খাতুন হত্যার প্রধান আসামী আটক
rajrajessor-case

চাঁদপুর রাজরাজেশ্বরে গৃহবধূ জাবেদা খাতুন হত্যার প্রধান আসামী আটক

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়াল নগর গ্রামে গৃহবধু জাবেদা খাতুন (৩৫) হত্যার প্রধান আসামী খোকন মৃধাকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৯টায় তাকে রাজরাজেশ্বর ইউনিয়নের পাশ্ববর্তী শরীয়তপুরের তারাবুনিয়া থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে গ্রাম পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী গ্রাম পুলিশ তাকে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করে।

গত ১ বছর পূর্বে প্রবাসী অলি উল্যার স্ত্রী বাড়ির পাশে ফসলি জমিতে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে আসামীদের হত্যার শিকার হয় ৩ সন্তানের জননি জাবেদা খাতুন। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই আসামীকে আটক করে। কিন্তু মূল আসামী আটক হয়নি।

চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আসামী খোকনের অবস্থান জানতে পেরে আটক করে সিআইডি পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে আসামী খোকন সিআইডি পুলিশেল হেফাজতে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জাবেদা খাতুন বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে রাত ১২টায় তার সন্ধান পাওয়াগেলে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতে ভাই দেলোয়ার হোসেন চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল, ২০১৯