নিখোঁজ কলেজ ছাত্র রাশেদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুন)সকালে চাঁদপুরের মেঘনা নদী থেকে রাশেদুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার (১১ জুন) দুপুরে মেঘনা নদীতে জেগে উঠা চর ‘মিনি কক্সবাজারে’ গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। রাশিদুল ইসলাম (১৮) কুমিল্লা বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা আট জন একসঙ্গে গোসল করতে নামেন।
রাশেদুল ইসলাম এর বাবা রফিকুল ইসলাম রামগঞ্জ উপজেলার বন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
রামগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার সকালে প্রতিদিনের মতো ক্রিকেট খেলতে যায় রাশেদুল ও তার সহপাঠীরা।সেখান থেকে পরিবারকে না জানিয়ে চাঁদপুরে মেঘনা নদীতে যায় তারা।
তিনি আরো জানান, রাশিদুল এর বাবা অসুস্থ তিনি হাসপাতালে রয়েছেন। রাশিদুলের চাচা ও স্বজনরা লাশ গ্রহন করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাশেদুল কে কুমিল্লা তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার সহপাঠীদের সাথে কোন বিরোধ রয়েছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রাশিদুলের পরিবার থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নাই।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, বুধবার সকালে জেলেরা মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। আমরা নিহত রাফিদের মরদেহটি তার দুই চাচা রাসেদুল ইসলাম ও মহিউদ্দিনের কাছে হস্তান্তর করেছি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবরি দলের সদস্যরা প্রায় ২০ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, কুমিল্লার কলেজ ছাত্র রাফিদুলের মরদেহ পাওয়ার সাথে সাথে তার পরিবারকে জানানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
মনিরুজ্জামান বাবলু ও আশিক বিন রহিম
১৩ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur