Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / দিঘলদী এমএ ছাত্তার উবির সভাপতি খোকন চৌধুরী নির্বাচিত
Dhiogldi-Ma-Sattar-High-Scholl

দিঘলদী এমএ ছাত্তার উবির সভাপতি খোকন চৌধুরী নির্বাচিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী এম. এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সদস্য মো. মোশাররফ হোসেন (খোকন চৌধুরী) ।

এক প্রেস বার্তায় জানানো হয় সভাপতি নির্বাচনে বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে একসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান ও সভা পরিচালনা করেন- প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খান।

ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী হিসেবে মো. মোশাররফ হোসেন (খোকন চৌধুরীর) নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য মো. জিয়াউর রহমান এবং সমর্থন করেন অপর সদস্য মো. তাজুল ইসলাম। সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় মো. মোশাররফ হোসেন (খোকন চৌধুরী) সভাপতি নির্বাচিত হন।

এ সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য নূরজাহান বেগম, শিক্ষক প্রতিনিধি মো. আবু সাঈদ, মো. জহিরুল ইসলাম, তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য ডাঃ আবু জাফর মাঈন উদ্দিন, সালেহ মুসা, মহিলা সদস্য সালমা বেগম।

খোকন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর- ২ আসনের সংসদ্য সদস্য -আলহাজ¦ এড. মো. নূরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং পড়ালেখার মানোন্নয়নে সকল শিক্ষক, সদস্য এবং এলাকাবাসীর সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি
১৩ জুন ২০১৯