চাঁদপুর শহরের পুরাণবাজারে সপ্তাহব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সোমবার (৮ এপ্রিল) বিকেলে পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে পুরাণবাজারের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৯ম থেকে ১০ম শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও লেখক আশিক বিন রহিম।
বক্তারা বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে চাঁদপুরের বহু কৃতি সন্তান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মধ্যযুগের কবি দোনা গাজী, সওগাত সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, বেগম সম্পাদক নুরজাহান বেগম, দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ, নারী চিত্রশিল্পী চিত্রানিভা, দেশের প্রথম চলচিত্র মুখ ও মুখোশের নায়িকা জহরত আরাসহ বর্তমান জাতীয় অধ্যাপকও চাঁদপুরের কৃতি সন্তান।
শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন বাহিনীর প্রধান হিসেবেও চাঁদপুরের কৃতি সন্তানরা রয়েছেন।
বক্তারা বলেন, বাংলাদেশের নাগরীহ হিসেবে যেমনিভাবে আমাদের গর্বের শেষ নেই ঠিক তেমনিভাবে এই চাঁদপুরের সন্তান হিসেবে আমাদের গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। আজকে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তারাও একদিন এমনিভাবে চাঁদপুরের আরও গৌরবময় অর্জন এনে দিবে বলে আমরা বিশ্বাস রখি।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল, ২০১৯