Home / আন্তর্জাতিক / বউ ভাড়া দেয়া হয় যে গ্রামে
bou-marriage
প্রতীকী ছবি

বউ ভাড়া দেয়া হয় যে গ্রামে

বিয়ে করা তাদের কাছে বেশ ঝামেলা! কোনো নারীকে বিয়ে করে স্থায়ীভাবে দায়বদ্ধ হতে চায় না। তাই বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান গ্রামের পুরুষরা! এমন বিস্ময়কর গ্রাম রয়েছে ভারতে।

মধ্যপ্রদেশের শিবপুরি জেলার এই গ্রামের অবস্থান। সেখানে দীর্ঘদিন ধরে এমন নিয়ম চলছে। অবশ্য এই কাজে তাদের কোনো আপত্তি নেই।

বিষয়টি এখন তাদের কাছে বৈধ। এ প্রথাকে স্থানীয় ভাষায় ‘ধাদিচা’ বলা হয়।

বউ ভাড়া নেয়ার বিষয়টি এখন গ্রাম্য আইনে বৈধতা দেয়া হয়। সরকারি স্ট্যাম্পে চুক্তিপত্র করা হয়। উভয় পক্ষ সেখানে স্বাক্ষর করে। এরপর চুক্তি কার্যকর হয়।

আরো পড়ুন- বউ বেশি সুন্দরী হলে যে বিপদে পড়তে হয়–

পারিবারিক সমস্যা:- সুন্দরী মেয়েদের অভিভাবকরা তাদের মেয়ের জন্য সুন্দর ছেলে খুঁজে থাকেন। আর তাই পাত্রের চেহারা যদি ভালো না হয় তাহলে তাকে মেয়ের পরিবার থেকে নানান রকম আপত্তিকর কথা শুনতে হতে পারে।

আবার বিয়ে হয়ে গেলেও বউয়ের বাবার বাড়িতে আপনার মূল্যায়ন খুব একটা করা নাও হতে পারে। তাছাড়া শালিকাদের তাচ্ছিল্য ভরা হাসির মুখেও পড়তে পারেন। সামাজিক বিতর্ক:- বউ যদি বরের চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয় তাহলে নানান রকমের কটুক্তি, বিতর্কও হয়।এক্ষেত্রে সমাজের মানুষজন বলা বলি করতে থাকে এতো সুন্দর মেয়েটা এটা কি বিয়ে করেছে কিংবা দুজনকে একদমই মানাচ্ছে না!

এদিকে শ্বশুর বাড়িতেও আশে-পাশের লোকজন বউয়ের কানেও নানাকথা শুনায়-এত সুন্দর বউয়ের জামাই দেখতে ক্যামন, কি দেখে বিয়ে দিল বা করল এই জামাইকে, বর-কনে একটুও মানায়নি ইত্যাদি নানা কথা।

সমাজের মানুষের এসব বিতর্ক চাইলেও সহজে এড়ানো যায়না।অহেতুক সন্দেহ:- স্ত্রী খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে সন্দেহের জন্ম নিতে পারে। স্ত্রীর বন্ধু, সহকর্মীদের কে নিয়ে অহেতুক মনের মাঝে নানা রকম সন্দেহের উদ্রেক হতে পারে। বর দেখতে অসুন্দর হলে মনের মধ্যে সব সময় স্ত্রীকে হারানোর ভয় কাজ করে, তার চেয়ে সুদর্শন পুরুষের দিকে আবার স্ত্রী আকৃষ্ট হলো কি-না। আত্মবিশ্বাসের অভাবে এরকম ভেবে থাকে।

কিন্তু এরকম ভাবা ঠিকনা। বর দেখতে যেমনই বা যত খারাপই হোক তার ভাল ব্যবহার, সততা, বিশ্বাস ও ভালবাসা দিয়ে স্ত্রীকে বোঝাতে হবে ভেতরের সৌন্দর্যই আসল। এবং সে ভাল মন ও সৎ চরিত্রের অধিকারী অর্থাৎ সে-ই সেরা। স্বামীর আরও বোঝাতে হবে- কে তার চেয়ে বেশি ভাল কেউ বাসতে পারতো না।

হীনমন্যতা:- স্ত্রী যদি আপনার চাইতে আকর্ষণীয় হয় তাহলে স্বামী সারাক্ষণই হীনমন্যতায় ভুগতে পারেন। নিজের অজান্তেই তার মন হীনমন্যতায় ভোগা শুরু করে। ফলে নানান রকম সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানে সে মানুষজনের সামনে যেতে চাইবেন না। মনের কোনো এক কোণে স্ত্রীর প্রতি হিংসা জন্মে যেতে পারে। এত খুজেঁ সেরা সুন্দরী বিয়ে করে ভুল ভাবনা ও দূর্বল মানসিকতার কারণে সেই বেশি সৌন্দর্য্যই কাল হয়ে দেখা দিতে পারে।