Home / চাঁদপুর / পুরাণবাজারে পুলিশের মাদকবিরোধী ব্লকরেইড : আটক ১
puranbazar-block-raid

পুরাণবাজারে পুলিশের মাদকবিরোধী ব্লকরেইড : আটক ১

চাঁদপুর জেলার প্রধান বানিজ্যিক এলাকা শহরের পুরাণবাজারে ব্লকরেইড দিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। ১৯ সেপ্টম্বর বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ঘন্টাব্যাপী চাঁদপুর মডেল থানা পুলিশ ব্লক রেইড দিয়ে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুরাণবাজার ঘোষপাড়া এলাকা থেকে রতন মাঝি (৩৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক রতন মাঝি পুরাণবাজারের মৃত রহমান মাঝির পুত্র।

এছাড়াও একই সাথে পুরাণবাজার নিতাইগঞ্জ, মধ্যশ্রীরামদি কবরস্থান ও মেরকাটিজ রোডে অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাবিব, রমজান এবং বাচ্চু মিঝির বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়ায় তাদের পাওয়া যায়নি।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ওসি (অপারেশন) আব্দুর রব, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল হক, এসআই জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম, পলাশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ সূত্রে জানাযায় মাদকমুক্ত সমাজ গড়তে সারা দেশের ন্যায় চাঁদপুরেও অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদকের গডফাদারকে আটক করা হয়েছে।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৯ সেপ্টেম্বর ২০১৯