Home / চাঁদপুর / এবিএম হালিম পাটওয়ারীর ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

এবিএম হালিম পাটওয়ারীর ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া

সাবেক অবসরপ্রাপ্ত সরকারি উর্ধ্বত কর্মকর্তা মরহুম আলহাজ্ব এ বি এম হালিম পাটওয়ারীর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, দোয়া, মিলাদ ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচীর সমাপনি দিনে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মরহুমের ছোট পুত্র জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারীর আয়োজনে শুক্রবার ২০ সেপ্টেম্বর শহরের বাগাদী রোডস্থ ময়দার মেইল জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের ছোট পুত্র জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা, খলিলুর রহমান গাজী, জেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপির নেতা আলিম আল রাজি কবির প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ।

মিলাদে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর পাটওয়ারী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, দৈনিক চাঁদপুর খবরের প্রধান সম্পাদক এম আই মমিন খান, বাবু পাটওয়ারী, আবুল পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা সামছুল আলম সূর্যসহ স্থানীয় মুসল্লিরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক আহবায়ক সফিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক ভূঁইয়া।

প্রেস বিজ্ঞপ্তি, ২০ সেপ্টেম্বর ২০১৯