Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর স্কুল ভবন নির্মাণের আশ্বাস ইউএনওর
school kachua

চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর স্কুল ভবন নির্মাণের আশ্বাস ইউএনওর

চাঁদপুর কচুয়ার ১০৬নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও ভবনের অভাবে খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম।চাঁদপুর টাইমসে শনিবার(২ মার্চ)‘কচুয়ায় খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের পাঠদান’শিরোণামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ নজরে আসে এবং সোমবার(৪ মার্চ) জরাজীর্ণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিকল্প ক্লাস নেয়ার জন্যে জেলা প্রশাসকের তহবিল থেকে টিন বরাদ্দ প্রদানের ঘোষণা করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিদ্যালয় ভবনের টেন্ডার করে নতুন ভবন নির্মানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এএইচ এম শাহরিয়ার রসুল, সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শাহীনুর আক্তার ও সভাপতি সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন-

কচুয়ায় খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

 

 

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৪ মার্চ,২০১৯