Home / চাঁদপুর / চাঁদপুরে ৩ শ’ ৮২ কোটি টাকায় স্থানীয় সরকার ১৩ প্রকল্প বাস্তবায়ন চলছে
Lged chandpur
প্রতীকী ছবি

চাঁদপুরে ৩ শ’ ৮২ কোটি টাকায় স্থানীয় সরকার ১৩ প্রকল্প বাস্তবায়ন চলছে

চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ২০১৮-১৯ অর্থবছরে ১৩টি প্রকল্পে ৫শ’ ২২টি স্কীম বাস্তবায়ন করছে। এতে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ শ’৮২ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকা। এ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৫শ’২২টি স্কীম এলজিইডি ২০১৮-’১৯ অর্থবছরে সম্পন্ন করবে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উন্নয়ন প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী পত্রের মাধ্যমে চাঁদপুর টাইমসকে বিষয়টি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগের দেয়া তথ্য মতে, চাঁদপুরের ৮ উপজেলার বিভিন্ন উপজেলায় পল্লী সড়ক ও কালর্ভাট মেরামত কর্মসূচির আওতায় ৭৪টি স্কীম গ্রহণ করে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৮ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকা। এরইমধ্যে স্কীম সম্পন্ন হয়েছে ৪০ টি ও ৩৪ টি চলমান অবস্থায় আছে। কাজের অগ্রগতির হার ৭৫ %।

সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইনভেস্টমন্ট প্রজক্ট-২ এর আওতায় ১৩ টি স্কীম গ্রহণ করা হয়েছে।এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি ৭৯ লাখ টাকা। এরইমধ্যে স্কীম সম্পন্ন হয়েছে ৫ টি ও ৮ টি এখনও চলমান অবস্থায় আছে। কাজের অগ্রগতির হার ৮৫ %।

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২ এর আওতায় ৯১ টি স্কীম গ্রহণ করা হয়েছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৭ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার টাকা। এরইমধ্যে স্কীম সম্পন্ন হয়েছে ২৭ টি ও ৬৪ টি এখনও চলমান অবস্থায় আছে। যার ৮৬ % ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ৪টি স্কীম গ্রহণ করা হয়। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকা। এরইমধ্যে স্কীম সম্পন্ন হয়েছে ৩ টি ও ১ টি এখনও চলমান অবস্থায় আছে। যার ৯০ % ভাগ কাজ সম্পন্ন হয়েছে। উপজলো ও ইউনয়িন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে ২টি স্কীমে ব্যয় নির্ধারণ ছিল ৩৭ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকা। এ দুটো চলমান অবস্থায় আছে। কাজের অগ্রগতির হার ৫১ %।

পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুমিল্লা, বি.বাড়িয়া ও চাঁদপুর) র্শীষক প্রকল্পের আওতায় ৯১ টি স্কীম গ্রহণ করা হয়েছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৮ কোটি ৫ লাখ ৬৮ হাজার টাকা। এরইমধ্যে স্কীম সম্পন্ন হয়েছে ২৮ টি ও ৬৩ টি এখনও চলমান অবস্থায় আছে। যার ৭৮ % ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

বৃহত্তর কুমিলা জেলার গুরুত্বপূর্ণ পলী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প ৩ এর আওতায় ১০৩ টি স্কীম গ্রহণ করা হয়েছে। এতে ব্যয় নির্ধারিত হয়েছে ৭৪ কোটি ৭৯ লাখ ১৩ হাজার টাকা। এরইমধ্যে ১৯ টি স্কীমের কাজ সম্পন্ন হয়েছে ও ৮৪ টি এখনও চলমান অবস্থায় আছে। যার ৪২ % ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় ১৩ টি স্কীম গ্রহণ করা হয়েছে। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকা। ৪০% কাজ সম্পন্ন হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ প্রকল্পে ১ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। যার কাজ শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। যার ৬০% কাজ শেষ হয়েছে ।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নে ১০৩ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে ১০ সম্পন্ন হয়েছে। ৯৩ টি কাজ চলমান। ২৫% কাজ সম্পন্ন হয়েছে ।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)এর উপ-সহকারী প্রকৌশলী এসএম হেদায়েত চাঁদপুর টাইমসকে বলেন,‘২০১৯ সালের জুনের মধ্যেই স্কীমগুলোর কাজ সম্পন্ন হবে। তবে বৃষ্টিজনিত কারণে কোনো কোনো স্কীমের কাজ স্থগিত রাখা হয়েছে। ’

প্রতিবদেক :আবদুল গনি
৫ এপ্রিল ২০১৯