জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার
(১৫ আগষ্ট) সকালে র্যালীতে অংশ গ্রহন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিদ্যালয়ের অালোচনা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
সকাণ সাড়ে ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের নেতৃত্বে র্যালি অংশ নিয়ে চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে অালোচনা করেন সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, ওহায়িদুর রহমান (লাবু), সিক্তা সাহা, তাপসী চক্রবর্তি, বিশ্বজিৎ চন্দ, দীলিপ কুমার দেবনাথ,নাজনীনা নবী,মোহাম্মদ হোসাইন।
সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দুলাল রায়, গীতা মজুমদার, অমল কৃষ্ণ নন্দী, বিপ্লব চন্দ্র দাস, অাফিয়া অাজ্ঞুম রাফা, মোহাম্মদ মামুন মজুমদার, মোহাম্মদ রেজাউল, রতন কুমার পাল।
সবশেষে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা অাবৃত্তি,দেশাত্নবোধক গানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আশিক বিন রহিম
১৫ আগস্ট ২০১৯