ফরিদগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাদান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তসলিম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মমতা আফরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।
এ সময় বক্তারা বলেন, একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের সম্পদ বলা হলেও অতিরিক্ত জনসংখ্যা সম্পদ নয়, বরং বোঝা বলা যায়। অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, বেকারত্ব, চিকিৎসাসেবার অপ্রতুলতা ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা।
বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আমরা সকলে এক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রতিবেদক- শিমূল হাছান
১১ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur